• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মায় ট্রলারডুবির ঘটনায় ২৮ গরুর মৃত্যু

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)

২৫ জুন ২০২৩, ১২:০৩
পদ্মায় ট্রলারডুবির ঘটনায় ২৮ গরুর মৃত্যু
পদ্মানদীতে ভাসছে গরুর মরদেহ (ছবি : অধিকার)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকা সংলগ্ন পদ্মানদীতে আজ গতকাল শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে ৪৭টি গরুসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯টি জীবিত গরু উদ্ধার হলেও বাকি ২৮টি গরু ও ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি। এদিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা গড়িয়ে যাওয়ার পরে ৪.৩০ মিনিটে একটি এবং ৫টায় আরেকটি মৃত গরু ভেসে উঠে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, ৪৭টি গরু বোঝায় ট্রলারডুবির ঘটনায় সকাল থেকেই উদ্ধার কাজ চলছে। ১৯টি গরু জীবিত উদ্ধার করা গিয়েছে। আমরা ট্রলারটিও শনাক্ত করতে পেরেছি, কিছুক্ষণ আগেই দুইটি মৃত গরু ভেসে উঠেছে। মারা যাওয়া গরুগুলো ও ট্রলার উদ্ধারকাজ চলমান রয়েছে।

উদ্ধার কাজ পরিচালনা করেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ইমতিয়াজ মাহমুদ। তার দক্ষতা ও নির্দেশনায় গরু বোঝাই ট্রলারটি শনাক্ত করা গিয়েছে।

তিনি বলেছেন, স্থানীয় জেলেদের সহযোগিতায় বিস্তীর্ণ এলাকাজুড়ে জাল পেতে ডুবন্ত ট্রলারটি শনাক্ত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রলার ও একটি সাম্পানের মাধ্যমে ডুবন্ত ট্রলার বাধা হয়েছে। বাকি গরুগুলো মৃত অবস্থায় দ্রুত পাড়ে টেনে নেয়ার কাজ চলছে।

এছাড়াও উদ্ধারকাজে রয়েছে ডুবুরি দল আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশন শিবালয়ের ছয়জন কর্মী এবং হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতজন কর্মীসহ সিংগাইর সদর সার্কেল আব্দুল্লাহ আল ইমরানসহ স্থানীয়রা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড