• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় বন্ধ অবৈধ ইটভাটা

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

২২ জুন ২০২৩, ১৩:১৭
হাইকোর্টের নির্দেশ অমান্য করায় বন্ধ অবৈধ ইটভাটা

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার রাইখালী অবৈধ ইটভাটা পরিচালনা ও মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (২১জুন) বিকাল ৪টায় ২ নম্বর রাইখালী ইউনিয়ন ভালুকিয়া অবৈধ ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।

তিনি অবৈধ ইটভাটা ও মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় ইটভাটা পরিচালনাকারীদের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশও দেন। এমনকি সেখানে লাল রঙের সাইন বোর্ড পূতে দেওয়া হয়।

কাপ্তাই সহকারী কমিশনার জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে এই জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটাটি বন্ধে নোটিশ জারি করা হয়।

অভিযান পরিচালনাকালে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড