• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার বাউফলের গণমাধ্যম কর্মীরা

  মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)

২১ জুন ২০২৩, ১৬:১৬
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার বাউফলের গণমাধ্যম কর্মীরা

পটুয়াখালীর বাউফলে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলা নিউজের জামালপুর করেসপন্ডেন্ট সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

আজ বুধবার (২১জুন) বেলা ১১টায় উপজেলার হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জিএম মশিউর মিলন, সাংবাদিক শিবলী সাদেক, বাউফল প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় দৈনিক অধিকারের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা দেশে চোর, বাটপারও দুর্নীতিবাজদের একমাত্র বাধা সাংবাদিক। তাই সকল অপশক্তি একত্রিত হয়েছেন সাংবাদিকদের কণ্ঠরোধ করতে।

তাদের দাবি- হাজারো শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর কিছু সাংবাদিক শহীদ হলে যদি দেশ দুর্নীতি মুক্ত হয় তবে আমরা পিছুপা হবো না। সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাম রব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মারা যান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড