• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিজিএফের ১৪ বস্তা চাল জব্দ করলেন ভ্রাম্যমাণ আদালত

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

২১ জুন ২০২৩, ১৫:৫০
ভিজিএফের ১৪ বস্তা চাল জব্দ করলেন ভ্রাম্যমাণ আদালত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এই অভিযান পরিচালনা করেন।

আজ বুধবার (২১ জুন) সকাল থেকে সান্তাহার পৌরসভায় পবিত্র ইদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল। দরিদ্র মানুষকে দেয়া চাল সান্তাহার নতুন বাজারের কয়েকটি দোকানে কেনা-বেচা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় চাল ব্যবসায়ী ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তা এবং একই বাজারের অপু মণ্ডলের দোকান থেকে পাঁচ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়। তবে দোকান মালিকদের কোনো দণ্ড দেওয়া হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা বলেন, চাল ব্যবসায়ীরা তাকে বলেছেন না জেনে তারা এসব চাল কিনেছেন। এ কারণে তাদের কোনো দণ্ড দেয়া হয়নি। জব্দ করা চাল উপজেলায় রাখা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড