• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিত্যক্ত অবস্থায় ২৬শ কেজি চোরাই চিনি জব্দ

বাজার অস্থিতিশীল করতে বস্তায় বস্তায় চিনি লুকিয়ে রেখেছিল ব্যবসায়ীরা

  শাকিল মুরাদ, শেরপুর

২১ জুন ২০২৩, ১৩:২৯
বাজার অস্থিতিশীল করতে বস্তায় বস্তায় চিনি লুকিয়ে রেখেছিল ব্যবসায়ীরা
জব্দকৃত বস্তাবন্দি চোরাই চিনি (ছবি : অধিকার)

শেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৫২টি বস্তায় ২৬শ কেজি চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জুন) রাতে শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশ থেকে এসব চিনি জব্দ করা হয়। যদিও এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিনির দাম বাড়ার কথা শুনে অসাধু ব্যবসায়ী গোপনে অবৈধভাবে শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে চিনি মজুদ করছেন; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ।

এ সময় ত্রিপালে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ৫২ বস্তা চিনি জব্দ করা হয়। পরে জব্দকৃত চিনিগুলো থানায় আনা হয়েছে। জব্দকৃত চিনির বাজারমূল্য প্রায় সোয়া তিন লাখ টাকা।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, প্রাথমিকভাবে এক ট্রলি চালকের নাম শোনা যাচ্ছে। তাকে ধরতে অভিযান চলছে। এছাড়া জব্দ চিনির বিষয়ে আদালতের মাধ্যমে পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড