• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ 

  নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার, নরসিংদী

১৯ জুন ২০২৩, ১৯:৪১
সড়ক অবরোধ

নরসিংদীর পাঁচদোনায় বকেয়ো বেতন ভাতা ও বোনাসের দাবিতে কারখানার গেইটের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে শ্রমিকরা। এতে পাঁচদোনা -ঘোড়াশাল ও টঙ্গি আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কেও যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্থক্ষেপে মালিক পক্ষ বেতন দেয়ার আশ্বাস দিলে দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

সোমবার (১৯ জুন) বেলা ১১টায় সদর উপজেলার পাঁচদোনা এলাকায় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গ্রুপ পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান মমটেক্স হোম ফ্যাশন ও মমটেক্স এক্সপ্রো লি: এর শত শত শ্রমিক এই আন্দোলন করেন।

আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, পাকিজা গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানে শাড়ী, লুঙ্গি, থ্রি-পিস বেড শিট সহ বিভিন্ন বস্ত্র তৈরী হয়। এখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েক মাস যাবৎ প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন ভাতা ঠিক মতো পরিশোধ করছেনা। ২ থেকে ৪ মাসের বেতন বয়েয়া পড়ে গেছে। মাঝে মাঝে বেতন দিলেও কিস্তি আকারে বেতন দেয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সকাল ১১টার দিকে পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান মমটেক্স হোম ফ্যাশন ও মমটেক্স এক্সপ্রো লি: এর শ্রমিকরা কারখানা গেইটের সামনে বিক্ষোভ করতে থাকে। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা আন্দোলনে যোগ দেয়। ওই সয়য় শ্রমিকরা পাঁচদোনা-ঘোড়াশাল ও টঙ্গি আঞ্চলিক সড়ক অবরোধ করে।

শ্রমিকদের আন্দোলন ও অবরোধের ফলে পাঁচদোনা থেকে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ি, নরসিংদী পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও নরসিংদী, নরসিংদী সদর এসিল্যান্ড মেহেদী হাসান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়।

কিন্তু কোন আশ্বাসেই শ্রমিকদের নিভৃত করা যাচ্ছেনা। পরে তাৎক্ষনিক বেতন দেয়ার সিদ্ধান্ত নিলে বেলা ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আন্দোলনরত শ্রমিক রকিব মিয়া জানিয়েছে, বিভিন্ন সেকশনের শ্রমিকদের প্রায় ২-৪ মাসের বেতন আটকে দিয়েছে মালিকপক্ষ। যার ফলে শ্রমিকদের মাসিক কিস্তি, বাড়ি ভাড়া, থাকা খাওয়া সহ নানা সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছে। সামনের কোরবানি ঈদকে সামনে রেখেও বোনাসও দিচ্ছে না। তাই আন্দোলনে নেমেছে।

আন্দোলনরত অপর শ্রমিক বিলকিস বেগম জানান, বেতন ঠিক মতো পাচ্ছিনা। বোনাস দিচ্ছে না। প্রতিমাসে ২০ থেকে ২২ তারিখের আগে টাকা পাইনা। আমরা কিভাবে চলি। আমরা প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন চাই।

পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন মমটেক্স এক্সপ্রো লি: জিএম আবুল বাশার বলেছেন, শ্রমিকরা ঈদ উপলক্ষে ১৫ দিনের অগ্রিম বেতন দেয়ার দাবী করেছে। যা আমাদের ইতিহাসে নেই। তারপরও আমরা আমাদের এমডি স্যারের সাথে কথা বলে তাদের সকল দাবী মেনে নিয়েছি। আমরা তাদের দাবীর প্রেক্ষিতে আজকেই দেড় মাসের বেতন দিয়ে দিয়েছি। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঈদুল উল আজাহার বোনাস দিয়ে দেয়া হবে। যে সব শ্রমিকের ছুটির বেতন বকেয়া তা আগামী ২৭ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবার চৌধুরী জানিয়েছেন, মূলত বেতন ভাতা নিয়ে অসন্তোসের জেরে এ ঘটনানা। বিষয়টি শিল্পাঞ্চল পুলিশ দেখছে। তারপরও নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিক পক্ষের সাথে কথা বলেছে। সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপাতত সড়কে কোন সমস্যা নেই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড