• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশের ধাওয়ায় অটোরিকশা ফেলে পদ্মাসেতু থেকে লাফালেন চালক

  আবু সালেহ্ মুছা, শিবচর (মাদারীপুর)

১৯ জুন ২০২৩, ১৪:১৩
পুলিশের ধাওয়ায় অটোরিকশা ফেলে পদ্মাসেতু থেকে লাফালেন চালক
পদ্মাসেতু (ফাইল ছবি)

পদ্মাসেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎ করেই একটি ব্যাটারি চালিত অটোরিকশা পদ্মাসেতুতে উঠে আসে। পুলিশের ধাওয়া খেয়ে সেতুতে অটোরিকশা রেখে নদীতে ঝাঁপ দেন চালক। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার (১৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পদ্মাসেতুর দক্ষিণ থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে একটি অটোরিকশা দ্রুতগতিতে সেতুতে উঠতে থাকে। এ অবস্থায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত গাড়ি দিয়ে অটোরিকশাকে থামাতে ছুটে আসে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের নিরাপত্তা রক্ষীরা। তবে অটোরিকশার গতি বেশি থাকায় দ্রুত সেতুর ২১ নম্বর পিলারের নিকট চলে আসে। এ সময় দ্রুত গাড়ি থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন অটোরিকশা চালক। খবর পেয়ে পদ্মাসেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তবে কি কারণে এ কাণ্ড ঘটালো তা জানা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, ধরা পড়ার ভয়ে অটোরিকশা রেখেই নদীতে ঝাঁপ দেয় ওই চালক।

পদ্মাসেতুর দক্ষিণ থানার উপ পরিদর্শক ফিরোজ আল মামুন বলেন, আকস্মিক ঘটনাটি ঘটেছে। অটোরিকশা চালককে উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে। গভীর রাতে এমন কাণ্ডে কেন ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রুহুল আমিন জানান, নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো ওই চালকের খোঁজ মেলেনি।

পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে এসে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত এসেছিল অটোরিকশাটি। ওখান থেকে নদীতে ঝাঁপ দেয় সে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড