• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপদসীমার ৫ সে. মি. উপর দিয়ে বইছে তিস্তার পানি

  সুমন খান, লালমনিরহাট

১৯ জুন ২০২৩, ১১:২৭
বিপদসীমার ৫ সে. মি. উপর দিয়ে বইছে তিস্তার পানি
তিস্তার পানি বৃদ্ধি (ছবি : অধিকার)

গেল কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে নদীর ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানি প্রবেশ করতে শুরু করেছে।

এরই মধ্যে আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

তিস্তার চরসহ নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসলগুলো ডুবে গেছে।

জেলা প্রশাসন জানিয়েছে, তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিচু এলাকায় পানি ঢুকছে। তাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সবশেষ খবর রাখতে বলেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেওয়া হবে। এমনকি জরুরি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সজাগ রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড