• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না স্বামীর

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

১৯ জুন ২০২৩, ১১:১৯
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না স্বামীর
রেললাইনে পড়ে আছে মরদেহ (ফাইল ছবি)

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে ধাক্কায় শাহিনুর (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত শাহিনুর ইসলাম নাটোর জেলার লালপুর থানার দিলালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

গতকাল রবিবার (১৮ জুন) রাত ৮টার সময় ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরা মেইল ট্রেনে শাহিনুর ইসলাম তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে পাঁচবিবি শ্বশুর বাড়ি যাওয়ার পথে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটি ক্রসিং নেওয়ার জন্য দাঁড়ালে সে স্টেশন মসজিদে নামাজ আদায় করে। নামাজ পড়া শেষে ট্রেনে আসার সময় হঠাৎ করে অপর লাইন দিয়ে মিতালি এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় অসাবধান বসত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড