• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার মান্দার গণমাধ্যম কর্মীরা

  সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ)

১৮ জুন ২০২৩, ১৪:১১
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার মান্দার গণমাধ্যম কর্মীরা

বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের যৌথ আয়োজনে আজ রবিবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠ ও সোনালী সংবাদের মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, শাহজাহান সাজু, জনি আহমেদ, সিরাজুল ইসলাম, রায়হান আলী প্রমুখ।

উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্মের সংবাদ প্রকাশ করায় তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ হত্যাকাণ্ডে জড়িত চেয়ারম্যান বাবুসহ সব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড