• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন সাংসদ মমতাজ

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)

১৮ জুন ২০২৩, ১২:২৯
শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন সাংসদ মমতাজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদস্যসহ বিভিন্ন শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

গতকাল শনিবার (১৭ জুন) বিকালে উপজেলার জয়মন্টপ মধুর আড্ডা রেস্টুরেন্টে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমতাজ বেগম এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। অবহেলিত মানিকগঞ্জ-২ আসনে দীর্ঘ দিন উন্নয়ন ব্যাহত ছিল। আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর সিংগাইর হরিরামপুরের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা ও মন্দিরে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি লিয়াকত হোসেন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রবিউল করিমের সঞ্চালনায় আরও

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম, আবুল হোসেন খান, মো. মিজান, মো. রফিকুল ইসলাম, কানন বালা সাহা, মো. সেলিম খান, সাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দীন প্রমুখ।

এ দিকে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের আবুল মান্নানের বাড়ি থেকে সোহরাবের বাড়ি পর্যন্ত ইটের সোলিংয়ের রাস্তার কাজের উদ্বোধন করেন সাংসদ মমতাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোরঞ্জন ঘোষ, সম্পাদক মহিদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড