• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

১৬ জুন ২০২৩, ১৭:০২
কাপ্তাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গামাটি কাপ্তাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলা কিন্নরীতে কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনটির সহযোগিতা করে রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী। এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন- কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

এবারের প্রতিপাদ্য ছিল "রুখবো দুর্নীতি গড়বো দেশ হবো সোনার বাংলাদেশ। বিতর্ক প্রতিযোগিতায় কয়েটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন- রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন, নচিকেতা চক্রবর্তী (উপ-সহকারী পরিচালক), খ্রিস্টান হাসপাতাল পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং।

আয়োজনটিতে বক্তব্য রাখেন- রাজস্থলী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এস. এস আলাউদ্দিন, কাপ্তাই নির্বাচন কমিশনার তানিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ, রাজেদুজ্জামান ইমরান (হর্টি কালচারাল অফিসার) ও কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় কাপ্তাই নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা হন- চিৎমরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হামিদা ফেরদৌস। দুদক সহকারী পরিচালক ও অতিথিরা বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করে।

এ সময় কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড