• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সান্তাহার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

১৫ জুন ২০২৩, ১৪:৪০
সান্তাহার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য মোট ৩২ কোটি ৭০ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টার দিকে এই বাজেট ঘোষণা করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

এর মধ্যে ১৫ কোটি ২০ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা রাজস্ব খাতে আয় ও উন্নয়ন খাতে ১৭ কোটি ৫০ লক্ষ ২৫ হাজার টাকা আয় দেখানো হয়েছে। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ৯৮ লক্ষ ৬৭ হাজার ৬১৯ টাকা।

এই বাজেট অধিবেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সান্তাহার সাইলো সুপার শাহারিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র জার্জিস আলম রতন, পৌরসভা প্রকৌশলী রেজাউল করিম, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান, সান্তাহার প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক সাগর খান, সদস্য গোলাম রব্বানী দুলাল, বুলবুল আহম্মেদ, নেহাল আহম্মেদ প্রান্ত, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, কাউন্সিলর মোমতাজ আলী, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, হুমায়ুন কবির বাদশা, আলাউদ্দিন, কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, তসলিমা বেগম প্রমুখ।

উল্লেখ্য, এবারের অধিবেশন বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড