• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদের টাকার জন্য রাতভর ছাত্রলীগ নেতার নির্যাতন

  এস. এম. রাসেল, মাদারীপুর

১১ জুন ২০২৩, ১৩:৫৭
সুদের টাকার জন্য রাতভর ছাত্রলীগ নেতার নির্যাতন

মাদারীপুরের ডাসারে সুদের টাকা আদায় করতে উত্তম শীল (৪০) নামে এক সেলুন ব্যবসায়ীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে সুদের টাকা আদায় করতে ছাত্রলীগ নেতা সৈয়দ শাহ নেওয়াজ হোসেন লিংকনের নেতৃত্বে ৪/৫ জন মিলে উত্তম শীল নামে এক সেলুন ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে রেখে সুদের টাকা আদায় করতে রাতভর নির্যাতন করেন। পরে সুদের টাকা আদায় করতে তার দোকানের চাবি রেখে দোকানের মালামাল বিক্রি করে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার পরে ভুক্তভোগী অভিযোগ দিলে দুজনকে আটক করেন। তারা হলেন- মোকলেস হোসেন (৩৬) শফিকুল (৩২)। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সৈয়দ শাহ নেওয়াজ লিংকন পলাতক রয়েছেন। সে ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।

ভুক্তভোগী উত্তম শীলের স্ত্রী অপু শীল বলেন, আমার স্বামী ডাসার বায়তুল নূর মসজিদ মার্কেটে দোকান করে। প্রায়ই কিছু লোকজন বাড়িতে আসতো। গতকাল রাতে তাকে ধরে নিয়ে গিয়ে সুদের টাকার জন্য নির্যাতন করেন সৈয়দ শাহ নেওয়াজ লিংকনসহ ৪/৫ জন।

তিনি আরও বলেন, আমার স্বামীকে সকালে খোঁজ করতে তাদের বাড়ীতে গেলে গালিগালাজ করে, আমার স্বামীকে চর-থাপ্পড় মেরে বলে টাকা না দিতে পারলে তোর দোকানের চাবি রেখে দিলাম। সবকিছু বিক্রি করে দিব, বিকালে তোদের বিরুদ্ধে মামলা করবো। এ পর্যন্ত মাসিক সুদ নিয়েছে।

অপু শীল বলেন, এখন তাদের সুদের যে হিসেব দিয়েছে তা পরিশোধ কিভাবে করবো। আমার স্বামী যা ইনকাম করে বাড়িতেও কিছু দিতে পারে না। সুদের টাকা পরিশোধ করতে করতে আজ নিঃস্ব। প্রায়ই সুদ কারবারিরা বাড়িতে দলবেঁধে এসে তাগাদা দেয়। আমরা গরীব মানুষ। কোথায় যাব? আমদের মরণ ছাড়া কোনো উপায় নেই। আমি সুদ ব্যবসায়ীদের বিচার চাই।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড