• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালীতে এবার হাঁট কাঁপাবেন 'শাহীওয়াল রুবেল'! দাম হাকিয়েছে ১০ লাখ

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী

১০ জুন ২০২৩, ১২:১৩
শাহীওয়াল রুবেল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মধ্যম শেখেরখীল ৩ নম্বর ওয়ার্ড এলাকার জালাল আহমদ বাড়ির নুর উদ্দিন রুবেল (২৩) পড়া লেখার পাশাপাশি পারিবারিকভাবে গরু পালন ও বিক্রি করে আসছেন। ২০১৯ সালে এইচএসসি পাশ করে বিদেশ পাড়ি দিতে চাইলে পরিবারের অসম্মতিতে যাওয়া হলো না বিদেশে। এখনো পড়ালেখা অব্যাহত রেখেছেন রুবেল। সখের বসে গরু পালন করেন তিনি। এজন্যে বাড়ির পাশে গড়ে তুলেছেন সবুজ ঘাসের জমি। সেখান থেকে কাঁচা ঘাস খাওয়ান গরুকে। গত সাড়ে ৪ বছর বেশ যত্ন নিয়ে ২টি ষাঁড় বড় করেছেন। তার ছোট স্বপ্নের খামারে রয়েছে আরও একজোড়া গরু। এবার ঈদুল আযহার বাজারে উঠবে 'শাহীওয়াল রুবেল' নামের ষাঁড়টি। দাম হাঁকিয়েছে ১০ লাখ। উপযুক্ত দামে যে ষাঁড়টি ক্রয় করবে তার ক্রেতাকে পুরুস্কার স্বরুপ একটি ডিসকভার মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণাও করেন গরুর মালিক রুবেল।

তিনি দৈনিক অধিকার কে জানান, 'এই ঈদে দু'টি ষাঁড় বিক্রি করবো। গরু ২টির রঙ লাল-কালো মিশেল। কোরবানির উপযুক্ততার কথা উল্লেখ করে বলেন, 'বড় গরুটির (শাহীওয়াল রুবেল) ৬ দাঁত, ওজন ১৬ থেকে ১৭ মণ। দাম চেয়েছি ১০ লাখ টাকা। দাম ওঠেছে ৬ লাখ টাকার কিছু বেশি।'

'অপর গরুটির ৪টি দাঁত, ওজন ১০মণ' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। আর যে দু'টি গরু আছে তা এ ঈদে বিক্রি করবো না। আগামী ঈদুল আযহায় আরও যত্ন নিয়ে আরও বেশি স্বাস্থ্যবান করে বিক্রি করতে চাই।'

তিনি জানান, 'তার গরু ২টি পাকিস্তানী জাতের গরুর শংকর। একেকটি গরু প্রতিদিন কমপক্ষে ৫০০-৬০০ টাকার খাবার খায়। গরুগুলোকে প্রাকৃতিক খাবার ছাড়া অন্য কোন খাবার দিইনা। বিশেষ করে ভুষি, মাঠের সবুজ ঘাস, কুড়া, শুকনা ঘাস এসবই খাওয়াচ্ছি।'

প্রতিবেশী নেজাম উদ্দিন দৈনিক অধিকার কে বলেন, 'এত ওজনের গরু সচরাচর আমাদের এলাকায় হয় না। তাই বিভিন্ন এলাকা থেকে মানুষ এই গরুটি দেখতে আসছেন। দর-দামে এখনও মিলছে না। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে গরুর ক্রেতারা ততই রুবেল এর বাড়িতে ভিড় করছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড