• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশ চুরি

  রাকিব হাসনাত, পাবনা

১০ জুন ২০২৩, ১২:০৪
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের যন্ত্রাংশ চুরির সময় হাতেনাতে চার ব্যক্তিকে আটক করেছে প্রকল্পের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (০৯ জুন) রূপপুর প্রকল্পের বিদেশী ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি এজাহার জমা হয়েছে।

আটকরা হলেন- উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের শিপন প্রামানিকের ছেলে তানিক ইসলাম (১৮), একই গ্রামের মৃত সেন্টু প্রামানিকের ছেলে মো: রায়হান প্রামানিক (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (২৮)। এদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চুরির বিভিন্ন মালামাল জব্দ করেছে। পুলিশ তাদের জিজ্ঞেসবাদ করে মামলার প্রস্তুতি নিয়েছে।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) পারভেজ হোসেন জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় শুক্রবার ভোর ৫টার দিকে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তারা নিকিমথ কোম্পানির কর্মকর্তাদের খবর দেয় হয়। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা এসে জব্দ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হয়। পরে কোম্পানির সিকিউরিটি অফিসার ড্যানিস তেরোখভ বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। পরে রূপপুর পুলিশ ফাঁড়ি ওই মামলায় ধৃত চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার (ওসি) অরবিন্দ সরকার বলেন, রুপপুর প্রকল্পের যন্ত্রাংশ চুরির সময় আটক চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। মামলা নথিভুক্ত হলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড