• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

দিনের পর দিন ড্রেজার দিয়ে বালু তোলার পর নিশ্চুপ প্রশাসন 

  মনিরুজ্জামান, নরসিংদী

০৯ জুন ২০২৩, ১৪:০৭
দিনের পর দিন ড্রেজার দিয়ে বালু তোলার পর নিশ্চুপ প্রশাসন 
মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে (ছবি : অধিকার)

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করে যাচ্ছে। দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় এভাবে বালু উত্তোলন করলেও কোনো এক রহস্যজনক কারণে উপজেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার (৮ জুন) ভোরে মাইকে ঘোষণা করে উপজেলার শ্রীনগর ভেলুয়ার চর এলাকার মেঘনা নদী থেকে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিনসহ মেশিন ম্যানকে আটক করে বিক্ষুব্ধ জনতা।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাসেল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে এলাকার কতিপয় প্রভাবশালী অসাধু লোকজন নিয়ে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে রাত ১১টা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার বাধা দিলে ও তারা সেদিকে ভ্রুক্ষেপ না করে প্রতিনিয়ত তাদের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি এলাকাবাসীকে নানাভাবে ভয়-ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ফলে এলাকাবাসী নিরুপায় হয়ে তাদের বাড়িঘরের ভাঙ্গন ঠেকাতে আজ বৃহস্পতিবার ভোরে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীদের জড়ো করে ড্রেজারের মেশিন ম্যানসহ ড্রেজারটি আটক করে।

শ্রীনগর ইউপি চেয়ারম্যান রাসেল মাহমুদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো লোডিং ড্রেজার নেই। মেঘনা নদীতে আটককৃত ড্রেজারটি আমার বলে যারা আপনাদের জানিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এলাকার একটি কুচক্রী মহল অন্য এলাকা থেকে ড্রেজার ভাড়া এনে এসকল অপকর্ম করে যাচ্ছে।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার তিনি বলেন, এলাকাবাসী একটি ড্রেজার মেশিন আটক করেছে বলে শুনেছি তবে মেশিনের মালিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ড্রেজারের মালিকানা নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড