• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘ এক যুগ পর পৌর নির্বাচন দেখছে মঠবাড়িয়াবাসী

কে হচ্ছেন নৌকার মাঝি?

  মো. রুম্মান হাওলাদার (পিরোজপুর)

০৮ জুন ২০২৩, ১৭:০৩
দীর্ঘ এক যুগ পর পৌর নির্বাচন দেখছে মঠবাড়িয়াবাসী

পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া পৌর সভার নির্বাচন দীর্ঘ এক যুগ ধরে ঝুলে ছিল সীমানার জটিলতার কারনে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মঠবাড়িয়া পৌরসভার নির্বাচন। গত ৩১ মে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মো. আতিয়ার রহমান ভোটের দিন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারী করেন।

প্রাপ্ততথ্য অনুযায়ী- ২০১১ সালের ১৩ জানুয়ারি সর্বশেষ মঠবাড়িয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা আ. লীগসহ সভাপতি মো. আরিফ উল হক।

এ দিকে তফসিল ঘোষণার পর থেকে পৌরবাসীর মাঝে বইছে নির্বাচনি হাওয়া। ইতোমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া অনেক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ফেসবুকে নেতার জন্য দোয়াও চেয়েছেন।

জানা গেছে, ইতোমধ্যে আওয়ামী লীগের মনোয়য়ন পাবার জন্য ছয়জন দলীয় ফরম কিনেছেন। তারা হলেন- উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, পৌর আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ. লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ উদ্দিন পলাশ, কেন্দ্রীয় যুবলীগ নেতা চঞ্চল কর্মকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন।

আ. লীগ নেতারা বিগত দিনগুলোতে ঘোষণা দিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, সবাই তার পক্ষে কাজ করবেন।

এ দিকে উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আ. লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে ঘোষণা দিয়ে প্রচারণা চালচ্ছেন। উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মো. নূরুজ্জামান লিটন প্রতিদ্বন্দিতা করবেন বলে গুঞ্জন রয়েছে। অপর দিকে একটি মহল নির্বাচন বানচাল করতে উচ্চ আদলাতে রিট করছেন বলে গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়ে নির্দিৃষ্টভাবে কেউ মুখ খোলেনি।

উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, আগামীকাল ৯ জুন বাংলাদেশ আ. লীগ কেন্দ্রীয় কার্যলয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে মঠবাড়িয়ায় দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার আটশ দুইজন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ১৩৭ জন এবং নারী ভোটার আট হাজার ৬৬৫ জন। সর্বোচ্চ ভোটার ৩নং ওয়ার্ডে এবং সবচেয়ে কম ভোটার ৪নং ওয়ার্ডে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল হোসেন জানান, ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে এ মঠবাড়িয়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড