• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

শামছুদ্দিনের ছয় সন্তানের পাঁচজনই প্রতিবন্ধী

  মো. সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)

০৮ জুন ২০২৩, ১৩:১৯
শামছুদ্দিনের ছয় সন্তানের পাঁচজনই প্রতিবন্ধী

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমাড়া গ্রামের শামছুদ্দিনের ছয় সন্তানের মধ্যে পাঁচজনই প্রতিবন্ধী। এদের মধ্যে তিনজন প্রতিবন্ধী ভাতা পেলেও সন্তানদের নিয়ে কঠিন বাস্তবতায় দিনাতিপাত করছেন তিনি।

জন্মের সময় থেকে কৈশোরকালের আগ পর্যন্ত সকলের শারীরিক গঠন ও চলাফেরায় কোনো রকম প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় না। কিন্তু ১৩-১৪ বছর বয়সের উপনীত হওয়া মাত্রই কোমরের নিচ দিক অবস হয়ে পড়ে আর তখনই চলাফেরায় অক্ষম হয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। এহেন পরিস্থিতিতে সংসার চলছে।

সরেজমিনে ওই পরিবারের সাথে কথা বলে জানা যায়, শামছুদ্দিনের স্ত্রী নুরজাহান এ দম্পতির পাঁচ ছেলে, এক মেয়েসহ তাঁদের সংসারে ১৩ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে চার ছেলে যথাক্রমে- মো. নয়ন মিয়া, মো. রাজিব মিয়া, মো. নাজমুল মিয়া, মামুন মিয়া ও এক মেয়ে মোছা. খাদিজা শারীরিক গঠন সুঠাম দেহের অধিকারী হলে ও হামাগুড়ি দিয়ে চলতে হচ্ছে। এতে করে তারা স্বাভাবিক জীবন যাপনে কষ্টকর হয়ে পড়ছে। পাঁচজনের মধ্যে একটি মাত্র হুইল চেয়ার কিছু দিন আগে প্রবাসীদের অর্থায়নে কিনে দেওয়া হলেও অন্যদেরকে হুইল চেয়ারের অভাবে হামাগুড়ি দিয়েই চলতে হচ্ছে, টাকার অভাবে তাঁদের চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠেনি।

প্রতিবন্ধী নয়ন মিয়া ঠাডারকান্দা বাজারে আরিফ মিয়ার দোকানে ঠুকঠাক সাইকেল মেরামতের কাজ করেন। এছাড়া প্রতিবন্ধী রাজিব বাড়ির পাশে ছোট একটি মনিহারী দোকান দিয়ে বসে থাকেন। অর্থ সংকটের কারণে দোকানেও মালামালের স্বল্পতা রয়েছে। তাদের দাবি সাংবাদিকদের লেখার মাধ্যমে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। তিনি অনেক মানবিক। কাজেই এ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলে তাদের এ সংসারে আর কোনো দুঃখ-দুর্দশা থাকবে না বলে দৃঢ় বিশ্বাস।

উপজেলা সমাজ সেবা অফিসার মো. এহসানুল হক জানায়, মামুন ও খাদিজা তাদের সুবর্ণ কার্ড করার পর ভাতার জন্য আবেদনের সময় চলে যাওয়ায় এ দু’জনের এখনো ভাতার ব্যবস্থা হয়নি।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সাথে তাদের চিকিৎসার বিষয়ে কথা হলে তিনি জানান, বিষয়টি তার জানা ছিল না। অচিরেই তিনি জেলা সিভিল সার্জন মো. সাইফুল ইসলাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে এ পরিবারের সুচিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড