• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

প্রেম ঘটিত কারণে কিশোরকে শ্বাসরোধে হত্যা

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

০৮ জুন ২০২৩, ১২:৩১
প্রেম ঘটিত কারণে কিশোরকে শ্বাসরোধে হত্যা

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা গ্রামে সিমিত চন্দ্র (১২) নামে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পিছনে মরদেহ মাটিচাপা দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। প্রেম ঘটিত বিষয় নিয়ে খোঁচা দেয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোর সিমিতকে বগলদাবা করে গলা চেপে হত্যা করে। ঘটনাটি বুধবার (৭ জুন) ভোরে ঘটেছে। নিহত কিশোর ওই গ্রামের ড্রাইভার মানিক চন্দ্রের ছেলে।

বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, মঙ্গলবার রাতে হিন্দু সম্প্রদায়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখতে যায় সিমিত ও তার বড় ভাই। সিমিতকে অনুষ্ঠান স্থলে রেখে বাড়িতে ফেরেন বড় বাই। পরে অনুষ্ঠান থেকে ফেরার পথে সিমিতের সাথে অভিযুক্ত কিশোরের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোর সিমিতকে দু’হাত দিয়ে বগলদাবা করে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে।

অভিযুক্ত কিশোর একই গ্রামের দর্জি প্রদীপ চন্দ্রের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর ছাড়াও তার বড় ভাই ও বাবাকে পুলিশ থানায় নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর অসংলগ্ন কথাবার্তা বলার পর নিহতের পরিবার চাপ দিলে প্রদীপ চন্দ্র তার বসতবাড়ি পরিত্যক্ত ঘরের পিছনে মাটিচাপা দেয়া মরদেহ দেখিয়ে দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এরআর সাঈদ জানান, অভিযুক্ত কিশোরের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে, ছেলেটির সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এ নিয়ে সিমিতসহ অনেকেই ওই কিশোরকে অপদস্থমূলক খোঁচা দিত।

তিনি জানিয়েছেন, গত রাতে সিমিত আবারও খোঁচা দিলে সে সিমিতের গলা দু’হাত দিয়ে চেপে ধরে। এসে শ্বাসরোধ হয়ে শিশুটি মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড