হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রশি দিয়ে দুই হাত বেঁধে অভিযুক্ত যুবককে বেদম প্রহারের অভিযোগ উঠেছে ওই ছাত্রীর অভিভাবকদের বিরুদ্ধে। মারধরের ভিডিয়োটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
এই ঘটনায় উভয়ের অভিভাবকরা পৃথক দুটি মামলা করেছেন ভূরুঙ্গামারী থানায়।
ঘটনাটি উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক মিস্ত্রী নুরু মিয়ার ছেলে মোখলেছুর রহমান শান্ত (২০) প্রতিবেশী মনসুর মেকারের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুল যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিল।
গত ৪ জুন বিকালে প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ভুরুঙ্গামারী সরকারি কলেজে মোড়ে ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় শান্ত। এ ঘটনায় পরদিন ৫ জুন বিকালে মনসুরের লোকজন শান্তকে তার বাড়ির সামনে থেকে তুলে এনে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন মোটরসাইকেল গ্যারাজে নিয়ে আসে।
উল্লেখ্য, এ সময় শান্তর দুহাত রশি দিয়ে পিছন দিকে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড