• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইছামতী নদীতে ধরা পড়লো তিনশ কেজির ‘শাপলা মাছ’

  কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)

০৬ জুন ২০২৩, ১২:৪৯
ইছামতী নদীতে ধরা পড়লো তিনশ কেজির ‘শাপলা মাছ’
তিনশ কেজি ওজনের ‘শাপলা মাছ’ (ছবি : অধিকার)

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ইছামতী নদীতে জেলের ফেলা বেড়জালে ধরা পড়েছে ৩শ কেজি ওজনের একটি শাপলা মাছ।

গত রবিবার (৪ জুন) রাত ৮টার দিকে ইছামতী নদীর খানজিয়া এলাকায় প্রতিদিনের মতো খানজিয়া গ্রামের ইসমাঈল গাজীর ছেলে আজিজুল বেড় জাল ফেলে। এক পর্যায়ে মাছটি আজিজুলের জালে আটকে গেলে তিনি আকস্মিক ঘাবড়ে যান এবং স্থানীয়দের সহায়তায় মাছটি উপরে তুলতে সক্ষম হন।

বিষয়টি জানাজানি হলে আশেপাশের লোকজন মাছটি দেখতে ভিড় জমায়। পরে সোমবার সকালে গাজীরহাটের মৎস্য ব্যবসায়ী রবিনসহ তিনজন ব্যবসায়ী কেজি প্রতি তিনশ ২০ টাকা হিসেবে মাছটি ক্রয় করেন।

মৎস্য ব্যবসায়ী রবিন জানিয়েছেন, বিশাল আকৃতির এই মাছের লেজে থাকা কাঁটায় আছে বিষ। তাই মাছটি কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।

তিনি আরও জানান, তারা তিনজনে মিলে মাছটি ৩শ ২০ টাকা কেজি করে কিনে নিয়েছেন। মাছটি বরিশালে নিয়ে যাওয়ার জন্য প্রসেসিং করে বরফ দিয়ে রাখা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড