• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হতদরিদ্র পরিবারের বাড়িঘরে হামলা-ভাঙচুর

  এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)

০৫ জুন ২০২৩, ১৬:২৯
হতদরিদ্র পরিবারের বাড়িঘরে হামলা-ভাঙচুর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হতদরিদ্র পরিবারের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও হতদরিদ্র পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (৫ জুন) সকাল ১০টার দিকে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবছার মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনায় আহতরা হলেন- জাহেদা বেগম (৬৫), মো. সাইফুল ইসলাম (৩৮) ও আবু তৈয়ব (৩৫)।

এ ঘটনায় সোমবার দুপুরে আবু তৈয়ব (৩৫) বাদী হয়ে বাদী হয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন।

বোয়ালখালী থানার অভিযোগ সূত্রে জানা যায়, ঝগড়া বিবাদের জেরে বিবাদী পেয়ার মোহাম্মদ (৪৫) গাছের লাঠি ও ধারালো ছুরি দিয়ে আবু তৈয়বের বৃদ্ধা মা জাহেদা বেগমের হাতের আঙ্গুলে কাটা জখম করে। এরপর পেয়ার মোহাম্মদ ধারালো কিরিচ দিয়ে আবু তৈয়বের বসত ঘরের টিন ও দরজা ভাঙচুর করে।

এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পেয়ার মোহাম্মদের হাত থেকে জাহেদা বেগম, মো. সাইফুল ইসলাম ও আবু তৈয়বকে উদ্ধার করে। পরে আহতরা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক বলেন, পিয়ার মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড