• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু ঘটনায় এমপির ভাই গ্রেফতার 

ফাঁসির দাবি এলাকাবাসীর

  আনোয়ার পারভেজ, নাটোর

০৫ জুন ২০২৩, ১১:১৩
বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু ঘটনায় এমপির ভাই গ্রেফতার 

নাটোরের বাগাতিপাড়ায় পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিরাজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনায় পুকুর মালিক ও স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুলের সৎ ভাই জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে নিহতের বাবা রফিক মৃধা বাগাতিপাড়া থানায় মামলা করার পর পুলিশ রাতেই জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

এ দিকে মিরাজ মৃধা নামে ওই যুবকের মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে গিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে মৃতের স্বজন ও এলাকাবাসী। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জাহাঙ্গীর আলমের ফাঁসির দাবি সম্বলিত একটি স্মারকলিপি ইউএনওকে প্রদান করে।

এ সময় পুকুর মালিক জাহাঙ্গীরের ফাঁসির দাবি জানান- মিরাজের বাবা রফিক মৃধা, মা শেফালী বেগম, স্ত্রী ইয়াসমিন বেগম ও বড়ো চাচা মিজানুর রহমানসহ এলাকাবাসী। পরে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু করলে ওসি (তদন্ত) শরিফুল ইসলামের আশ্বাসে ইউএনও এবং থানার ওসি বরাবর স্মারকলিপি প্রদান করেন নিহতের পরিবার।

বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে পুকুর পাড়ে বিদ্যুতায়িত হয়ে মিরাজ মৃধা (২২) নামে এক যুবক মৃত্যু ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের পিতা রফিক মৃধা। শনিবার রাতে এ ঘটনায় নিহতের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। ওই মামলা রুজুর পর পুলিশ মামলার প্রধান ও একমাত্র আসামি পুকুর মালিক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নীলুফা সরকার বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলার স্যান্যালপাড়া গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সৎ ভাই জাহাঙ্গীর আলমের পুকুরের ধারে ঘাস কাটতে যায় ওই গ্রামের মধ্যপাড়ার রফিক মৃধার ছেলে মিরাজ মৃধা। ঘাস কাটার এক পর্যায়ে পুকুরে ধার দিয়ে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া তারের সাথে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মিরাজ। এই ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসী। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড