• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেবহাটা ইউএনওকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান

  কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)

০২ জুন ২০২৩, ১৭:২১
দেবহাটা ইউএনওকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান

সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে উপজেলার বিদায়ী ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

আজ শুক্রবার (২ জুন) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবের অফিসে ওই সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. অহিদুজ্জামান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবহাটা উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। 

মোহনা টিভির প্রতিনিধি আর. কে. বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আমিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম আলম, তারেক মনোয়ার, তাসকিন আহমেদ শাওন প্রমুখ। 

এ সময় প্রধান অতিথিসহ সকল বক্তারা বিদায়ী অতিথির দীর্ঘ ১ বছর ৮ মাসের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে একজন কর্মবান্ধব বীর বলে অভিহিত করেন। এছাড়া বিদায়ী অতিথি ভবিষ্যৎ জীবন যেন আরও উন্নতির শীর্ষে যায় সেজন্য সকলে ইউএনও খালিদ হোসেনকে শুভকামনা জ্ঞাপন করেন। পরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ইউএনও খালিদ হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড