• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তার উপর অবৈধভাবে গৃহনির্মাণে এলাকায় তোলপাড়

  সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)

০২ জুন ২০২৩, ১৭:১২
রাস্তার উপর অবৈধভাবে গৃহনির্মাণে এলাকায় তোলপাড়

নওগাঁর ধামইরহাটে রাস্তার উপর বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজ ইচ্ছায় রাস্তার জমিতে বাড়ি নির্মাণ করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি উপজেলার খেলনা ইউনিয়নে এমন অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী আমজাদ হোসেন মোল্লার অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের অধীন রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম বাড়ি নির্মাণের সময় রাস্তার জমির অংশে আরসিসি পিলার উত্তোলন করেন।

এই বিষয়ে রসপুর গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা বাদী হয়ে ধামইরহাট থানা ও ভূমি অফিসে পৃথক ভাবে অভিযোগ দায়ের করলে ভূমি অফিসের সার্ভেয়ার ময়নুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশনামাতে পরিমাপ করে সরকারি জায়গায় বাড়ি নির্মাণের সত্যতা পান এবং সীমানা নির্ধারণ করে খুঁটি দিয়ে আসেন।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, এই বাড়ি নির্মাণ হলে রাস্তাটি দিয়ে চলাচলের ব্যাপক অসুবিধা হবে।

অভিযুক্ত তহিদুল ইসলাম বলেন, আমার বাড়ির চারিধারে আমার জমির উপরই রাস্তাগুলো নির্মাণ হয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মাপ-যোগে রাস্তার জমি আমার বাড়ির অংশে আসলে আমি তা অপসারণ করে নিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ভূমি অফিসের সার্ভেয়ারকে সরেজমিন মাপ-যোগে রিপোর্ট করতে বলা হয়েছে, সার্ভেয়ারের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় মৃত মফিজ উদ্দিনের ছেলে সেকেন্দার আলীসহ অনেকের দাবি, শুধু একটি নয়, সকল রাস্তায় সংস্কার করা হোক আমরা সেটা চাই, কারও পুকুর সরকারি রাস্তা খেয়ে ফেলছে, সেটিও দায়িত্বশীলদের নজরে আসা উচিত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড