• রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ধানবোঝাই মিনিট্রাক খাদে পড়ে নিহত ২

  এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)

০২ জুন ২০২৩, ১৪:৪৩
ধানবোঝাই মিনিট্রাক খাদে পড়ে নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি মিনি ট্রাক উল্টে ঘটনাস্থলে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও একজন। গতকাল বৃহস্পতিবার (১ মে) বিকাল ৫টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোড ইউটার্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির গাড়ি চালক জাহিদ হোসেন (২৫) ও ধানের বেপারী সাজেদ মিয়া (২৪)। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ধানবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়ির চালক, চালকের সহকারী ও ধান বেপারী আটকা পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, গাড়ির সামনের অংশ গাছের সাথে আটকে যায়। সামনের অংশ কেটে লাশগুলো উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন বলেন, ধানবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে দুইজন নিহত এবং একজন আহত হন। নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড