• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যক্তিগত জমিতে টি-বাঁধ নির্মাণে ক্ষতিপূরণ দাবি

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

০১ জুন ২০২৩, ১৭:০৯
ব্যক্তিগত জমিতে টি-বাঁধ নির্মাণে ক্ষতিপূরণ দাবি

কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ না করে টি-বাঁধ নির্মাণ করার প্রতিবাদে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার নাগড়াকুড়া টি-বাঁধে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এ সময় অভিযোগকারী শাহানুর আলম ফুলু সরকার, হোসেন আলী ও লুৎফর রহমান বলেন- সরকারের উন্নয়ন কাজে আমরা বাঁধা দিতে চাই না। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে সেটা সকলেই চায়। কিন্তু ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করে উন্নয়ন কাজ করায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

তাড়া আরও বলেন- এখানে আমাদের চার একর জমি টি-বাঁধে চলে গেছে। এনিয়ে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না। আজ এলাকাবাসী আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা ক্ষতিপূরণ চাই।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়ম মেনেই নদীর মধ্যেই বাঁধটি নির্মাণ করা হয়েছে। নদীর জমি অধিগ্রহণের কোনো নিয়ম নেই।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থ বছরে তিস্তা নদী বেষ্টিত উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া এলাকায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে টি-বাঁধটি নির্মাণ করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড