• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

  মনিরুজ্জামান, নরসিংদী

০১ জুন ২০২৩, ১১:২৬
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার চিনিশপুরস্থ খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

এদিন বিকালে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল পৌনে পাঁচটার দিকে একটি মাইক্রোবাসে করে দশ-বারোজন দুর্বৃত্ত খায়রুল কবির খোকনের বাড়ির সামনে যায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটালে বাড়ির কেয়ারটেকার জাকির ভয়ে পালিয়ে যায়। পরে তারা দ্বিতল ভবনের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে বাড়ির দোতলায় উঠে প্রথমে পশ্চিম পাশের কক্ষে অগ্নিসংযোগ ঘটায়। পরে পরপর প্রতিটি কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ২৫ মে দুই পদবঞ্চিত ছাত্রদল নেতাকে গুলি হত্যার ঘটনার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, আমরা সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা এসে দেখি ঘরের প্রতিটি রুমের মধ্যে আগুন জ্বলতেছে। আমরা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়া বাড়িতে ঢুকার সময় নিচে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড