• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্মাণাধীন সেতুর মাটি ধ্বসে তিন শ্রমিকের মৃত্যু

  জে রাসেল, ফরিদপুর

০১ জুন ২০২৩, ১০:৫৭
নির্মাণাধীন সেতুর মাটি ধ্বসে তিন শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় সেতু নির্মাণকালে রাস্তার পাশের মাটি ধ্বসে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও চারজন শ্রমিক।

গতকাল বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দার ডাংগী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

নিহতরা হলেন- ফরিদপুরের কোতোয়ালী থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁ ছেলে জাবেদ খাঁ (২৩)।

আহতরা হলেন- ফরিদপুরের কোতোয়ালী থানার কুজুরদিয়া এলাকার মনির খানের ছেলে সুমন খান (২৭), শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সেতুতে কর্মরত শ্রমিক সরদার বলেন, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি। মাটির পাশে গাইড ওয়াল দেওয়ার কথা বলা হলেও তারা তা করেনি। তারা উল্টো আমাদের হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, সদরপুরের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি সেতু নির্মাণ কাজ চলাকালে এর পাশের রাস্তার মাটি লেবারদের ওপর ধসে পড়ে। এসময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এছাড়া আহত হন অপর চার নির্মাণশ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালান। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ কাজে কোনো ত্রুটি কিংবা কোনো গাফিলতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড