• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে নির্বাচনি সহিংসতায় সংবাদ প্রকাশের পর পুলিশকে ব্যবস্থা নিতে ইসির চিঠি

  এসএম মনির উদ্দিন, টঙ্গী (গাজীপুর)

৩১ মে ২০২৩, ১১:৩৫
গাজীপুরে নির্বাচনি সহিংসতায় সংবাদ প্রকাশের পর পুলিশকে ব্যবস্থা নিতে ইসির চিঠি

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) টঙ্গীর ৫৭নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ঘটনায় দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি মো. আনোয়ার হোসেনকে মুঠোফোনে হুমকি দিয়েছেন বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরী করেছেন যুগান্তর প্রতিবেদক।

নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ মে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর প্রেরণ করা হয়।

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় ‘নির্বাচন-পরবর্তী সহিংসতা, টঙ্গীতে অর্ধশতাধিক নারী-পুরুষ ঘরছাড়া’ শিরোনামে ২৯ মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।

আরও উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২ এ উল্লেখিত সংজ্ঞায় উপবিধি (২) মোতাবেক নির্বাচনপূর্ব সময় অর্থ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ হতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কাল। আচরণ বিধিমালার বিধি ১৮ অনুসারে কোনো ব্যক্তি নির্বাচন উপলক্ষে কোন নাগরিকের জমি, ভবন বা অন্য কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনোরূপ ক্ষতি সাধন অনভিপ্রেত গোলযোগ ও উশৃঙ্খল আচরণ দ্বারা কারো শান্তি ভঙ্গ করতে পারবেনা। উল্লেখিত কার্যক্রম নির্বাচনি আইন, বিধিমালা, আচরণ বিধিমালা ভঙ্গ ছাড়াও প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ইব্রাহীম খান জানান, ইসির প্রেরিত চিঠির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড