• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিবেদিতার রজত জয়ন্তী

ভৈরবে ৫দিন ব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

৩০ মে ২০২৩, ১৬:২১
ভৈরবে ৫দিন ব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব

রুচির দুর্ভিক্ষে সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পহেলা জুন থেকে ৫ জুন পর্যন্ত ৫ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে।

কিশোরগঞ্জের ভৈরবে শহরের জিল্লুর রহমান পৌর মিলনায়তনে নিবেদিতা নাট্যাঙ্গন'র উদ্যোগে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভৈরব প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নিবেদিতা নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সবুজ।

তিনি সাংবাদিকদের জানান, নিজেদের প্রযোজনার পাশাপাশি ঢাকার নাট্যদল সময়, আরণ্যক নাট্যদল ঢাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের লুব্ধক থিয়েটার এবং ভারতের ত্রিপুরা রাজ্যের দল “নাট্যভূমি” এ নাট্যোৎসবে অংশ নিবে।

নিবেদিতার রজত জয়ন্তী উপলক্ষে এ উৎসবে প্রথম দিন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন- আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম।

জানা গেছে, পহেলা জুন বিকাল ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে নিবেদিতার নিজস্ব প্রযোজনা গীতি-নৃত্যনাট্য “ধানগীত”। নাটকটি রচনা করেছেন এড. কাজল কান্তি পাল এবং নাট্যরূপ ও নির্দেশনা করেছেন আরিফ রেজা। ২ জুন সন্ধ্যা ৬টায় ঢাকার নাট্যদল “সময়” মঞ্চস্থ করবে “ভাগের মানুষ”।

নাট্যজন মান্নান হীরার রচনায় নির্দেশনা দিয়েছেন নাট্যজন আলী যাকের। ৩ জুন সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে “আরণ্যক” নাট্যদলের বিশেষ প্রযোজনা ময়ূরসিংহাসন।নাট্যজন মান্নান হীরার রচনায় নির্দেশনায় রয়েছেন শাহ আলম দুলাল। এছাড়াও মান্নান হিরার রচনায় ৪ জুন সন্ধ্যা ৬টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল লুব্ধক থিয়েটার মঞ্চস্থ করবে “আগুন মুখা”। নির্দেশনায় থাকবেন নীলোৎপল দে। সমাপনী দিন অর্থাৎ ৫ জুন সন্ধ্যা ৬টায় ভারতের ত্রিপুরা রাজ্যের নাট্যদল নাট্যভূমি মঞ্চস্থ করবে শেক্সপিয়ার অনুপ্রাণিত নাটক “রঙিন রুমাল”। ৫দিন ব্যাপী এ নাট্যোৎসবের দেশ বরেণ্য বিভিন্ন নাট্যজনেরা উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে নিবেদিতা নাট্যাঙ্গনের সভাপতি নিজাম উদ্দিন পলাশ বলেন, ভৈরবকে থিয়েটারের মাধ্যমে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। আমাদের এ আয়োজন শুধু দেশের নাট্যদলের মধ্যে সীমাবদ্ধ রাখিনি।

তিনি আরও বলেন, আমরা এ নাট্যোৎসবে ভারতকে সংশ্লিষ্ট করার মাধ্যমে বাংলাদেশ-ভারত তথা ভৈরবের মধ্যে মৈত্রীর সেতু বন্ধন তৈরি হবে। শুধু তাই নয়, রুচির দুর্ভিক্ষে যখন আমরা। তখন থিয়েটারের মাধ্যমে সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রাখার চেষ্টা করছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড