• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

৩০ মে ২০২৩, ১১:১৫
সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৯ মে) সোনাহাট বিওপির এলাকাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০০৮-এর ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দরের সভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজিবি ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম সোমবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সেক্টর সদর দপ্তর রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছিন জাহান হোসেন এবং ভারতের বিএসএফের ২২ সদস্যের পক্ষ থেকে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী আশুতোষ শর্মা, সেক্টর কমান্ডার ধুবরী, ভারত।

বিজিবির পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিবি ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল মোত্তাকিম, বিজিবি ১৫ ব্যাটালিয়ন, লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক, ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের উপ অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট এলাকার কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, বৈঠকে সীমান্তে নজরদারি, যৌথ টহল বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, গরু, মাদক ও মানব পাচারসহ আন্তঃ সীমান্ত অপরাধ বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধানের মাধ্যমে বিজিবি-বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড