• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিকআপ ও চোরাই গরুসহ পাঁচ পাচারকারী শ্রীঘরে

  মনিরুজ্জামান, নরসিংদী

২৬ মে ২০২৩, ১১:৪৮
পিকআপ ও চোরাই গরুসহ পাঁচ পাচারকারী শ্রীঘরে
আটককৃত গরু পাচারকারীরা (ছবি : অধিকার)

নরসিংদীতে পিকআপ ও চুরির গরুসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা মোড় থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার ডেফলউড়া এলাকার দুরুদ মিয়া (৪৫), শ্রীমঙ্গল থানার বৌ-রাশি এলাকার মজিবর রহমান ওরফে মজিব (৩২), লমুয়া এলাকার মনির হোসেন ঝারু (৩৭), মাধবপুর থানার পোরাইকলা এলাকার ফারুক মিয়া ওরফে পরুন মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কুট্টাপাড়া এলাকার মো. জাহের মিয়া (৫২)।

ওসি আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল শিবপুর থানার ইটাখোলা মোড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা মূল্যের ৪টি গরু ও ১টি টাটা পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে বিক্রয়ের জন্য নিয়ে এসেছে বলে জানায়।

এর আগে গত ১৭ মে এই চক্রটি নরসিংদীর মনোহরদী থানার চর-মাধবদী এলাকা থেকে ৬টি গরু চুরি করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুগুলো মনোহরদীর কোনাপাড়া এলাকায় ফেলে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত দুরুদ মিয়ার নামে চুরি, ডাকাতি ও সিঁধেল চুরির ২২টি, মজিবর রহমানের নামে দ্রুত বিচার আইনে ১টি, মনির হোসেন ঝারুর নামে ৮টি এবং জাহেদ মিয়ার নামে ১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে বলে ও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড