• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেঘনা-ব্রহ্মপুত্রে অভিযান চালিয়ে ৪১টি রিং জাল জব্দ

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

২৪ মে ২০২৩, ১৭:১৯
মেঘনা-ব্রহ্মপুত্রে অভিযান চালিয়ে ৪১টি রিং জাল জব্দ

মা ইলিশ মাছ ও জাটকা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪১টি নিষিদ্ধ রিং জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন- ভৈরব নৌ-থানার (ওসি) মো. সাইদুর রহমান।

তিনি বলেছেন, আজ বুধবার (২৪ মে) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পরে মেঘনা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান জানান, মা ইলিশ মাছ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান চালানো হয়। মাছের ডিম ছাড়ার এই মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ না করলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যারাই মা ইলিশ ও জাটকা নিধনের অবৈধ কাজে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অভিযানে ভৈরব নৌ-থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড