• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাউজানে দুইদিনে প্রাণ গেল চারজনের

  আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)

২৪ মে ২০২৩, ১৩:১১
রাউজানে দুইদিনে প্রাণ গেল চারজনের

চট্টগ্রামের রাউজানে গাছের ডাল পড়ে মো. শফি (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ ইউছুফের বাড়ির বলিটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম মো. শফি (৩৫)। তিনি একই ইউনিয়নের এয়াছিন নগর এলাকায় মফিজের ছেলে। এর আগে গত সোমবার পৃথক দুটি ঘটনায় জান্নাতুল নাঈম (৭) ও রিজিয়া বেগম (৬০) নামে দুইজনের মৃত্যু হয়।

জানা যায়, গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুব দিয়ে আম তুলতে গিয়ে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডে জান্নাতুল নাঈম (৭) নামে এক শিশু মৃত্যু হয়।শিশুটি ওই এলাকার দুবাই প্রবাসী আবদুল জব্বারের মেয়ে ও সালাম লায়লা এবতেদায়ী মাদরাসার ১ম শ্রেণির ছাত্রী।

একই দিন আম কুড়াতে গিয়ে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে বিদ্যুতায়িত গোলার সাথে লেগে রিজিয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঘন হাজীর বাড়ির আবদুস সালামের স্ত্রী।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। ওইদিন সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে ফুটবল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু ইব্রাহিম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা তোতাগাজী বাড়ীর মোহাম্মদ ওসমানের ছেলে। সে আবুধাবিস্থ বাংলাদেশ ইসলামী স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের মধ্যে ওরা দুই ভাই ও তিন বোন। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড