• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশুদের স্বাস্থ্য-সুরক্ষা ও শিক্ষা নিয়ে কাজ করবে ওয়ার্ল্ড ভিশন

  রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা

২৩ মে ২০২৩, ১৩:৩৪
শিশুদের স্বাস্থ্য-সুরক্ষা ও শিক্ষা নিয়ে কাজ করবে ওয়ার্ল্ড ভিশন

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অফিসার (মিডিয়া ম্যানেজার) দেবাশীষ রঞ্জন সরকার বলেছেন, গাইবান্ধায় ১২ হাজার শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা নিয়ে কাজ করবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নেও কাজ করবে তারা।

গত সোমবার (২২ মে) জেলা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (এপি) কার্যালয়ে আয়োজিত এক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেছেন, ১৯৭৩ সালে ওয়ার্ল্ড ভিশন আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে সারা বিশ্বের ১৩০ দেশে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম চলমান রয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার এরিয়া ম্যানেজার উত্তম দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- কমিউনিকেশন কো-অর্ডিনেটর অবনী আলবার্ট, জোসেপ মার্ডি প্রমুখ। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরাও বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার ২৪টি গ্রামের ১২ হাজার ২৮৯ অসহায় দরিদ্র শিশুদের তাকিলাভুক্ত করে তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য পুষ্টি বিষয়ে কাজ করার জন্য ৩৪ জন স্বেচ্ছাসেবীকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধীদের নিয়েও তারা কাজ করছে। প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গাইবান্ধায় ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার অর্থায়নে গাইবান্ধায় আগামী দশ বছর কার্যক্রম চালাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড