• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদকাসক্ত যুবকদের পুলিশে তুলে দিল পরিবার

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)

২২ মে ২০২৩, ১৭:০৭
মাদকাসক্ত যুবকদের পুলিশে তুলে দিল পরিবার
মাদকাসক্ত যুবক (ফাইল ছবি)

বরগুনার আমতলীতে মাদকাসক্ত পুত্র ফরহাদকে (২৩) পুলিশে দিলেন পিতা মো. শাহজাহান এবং অপর মাদকাসক্ত রিমন (২৫) মাতা মোসা. আখিনুর বেগম। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিলেন তিন মাসের কারাদণ্ড। ঘটনাটি আজ সোমবার দুপুরে আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায় ঘটেছে।

জানা গেছে, ফরহাদ হেরোইন সেবনসহ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ায় পিতা মো. শাহজাহান পুত্রকে সোমবার দুপুরে থানায় সোপর্দ করে। একই সময় একই এলাকার মৃত্যু আ. বারেক মল্লিকের পুত্র রিমন মাদকাসক্ত হয়ে তার মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় তার মা আখিনুর বেগম পুত্রকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশে সোপর্দকৃত ওই দুই মাদকাসক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের কাছে উভয়ই দোষ স্বীকার করায় তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল-হাজতে পাঠানো হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশে সোপর্দকৃত দুই মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড