• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন

মনোনয়ন পত্র জমা দিলেন আ. লীগের মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন

  রাফিকুর রহমান লালু, রাজশাহী

২২ মে ২০২৩, ১৬:৫০
মনোনয়ন পত্র জমা দিলেন আ. লীগের মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয় বার জয়ের লক্ষ্যে আজ সোমবার (২২ মে) মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এদিন দুপুরে তিনি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন- রাজশাহীর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি নওসের আলী, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু, শফিকুর রহমান বাদশা প্রমুখ।

নির্বাচনে আরও তিনজন মেয়রপ্রার্থী থাকলেও এই নির্বাচনে লিটনের বিপরীতের তেমন কেউ শক্ত প্রার্থী নাই বলেই ধরে নেওয়া হয়েছে। ফলে আগামী (২১ জুন) নির্বাচনে লিটন আবারও টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হচ্ছেন এটা প্রায় ধরে নিয়েছেন এখানকার সাধারণ ভোটাররা। ফলে এবার শুধুমাত্র কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করা হচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশন গঠনের পরে এই প্রথম মেয়র পদের নির্বাচনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না বলে মনে করা হচ্ছে। এর আগে প্রতিটি নির্বাচনেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র পদে জয় ছিনিয়ে আনতেন প্রার্থীরা। তবে এবার বিএনপির কোনো প্রার্থী না থাকায় রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী লিটনই একমাত্র শক্ত প্রার্থী হয়ে আছেন। ফলে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এবারও টানা দ্বিতীয় বারের মতো এবং নিজের তৃতীয়বারের মতো মেয়র হচ্ছেন লিটন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড