কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী-পুরাকাটা পায়রা (বুড়িশ্বর) নদীর খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিন খেয়া নৌকার মাঝিকে দশ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রবিবার বিকালে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম ওই দণ্ডের আদেশ দেন।
জানা গেছে, বরগুনা জেলা পরিষদ কর্তৃক পরিচালনাধীন আমতলী-পুরাকাটা খেয়াঘাটের মূল্য তালিকা চার্টে খেয়া পারাপারে জনপ্রতি মানুষের ভাড়া ২০ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও খেয়ার মাঝিরা ২৫ টাকা করে আদায় করতেন।
রবিবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম ওই খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন।
ওই সময় অতিরিক্ত খেয়া ভাড়া আদায়ের ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় খেয়া নৌকার মাঝি খলিলুর রহমান তালুকদার, সিদ্দিকুর রহমান হাওলাদার ও শহীদুল ইসলাম খানকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড