• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আ. লীগ আবারও ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : পার্বত্য মন্ত্রী 

  মোহাম্মদ আবদুর রহিম, স্টাফ রিপোর্টার (বান্দরবান)

২০ মে ২০২৩, ১৬:৫৫
আ. লীগ আবারও ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : পার্বত্য মন্ত্রী 

আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে শহর ছাড়াও গ্রাম গঞ্জের তৃণমূল পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে। ধারাবাহিকভাবে বর্তমান সরকার দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ শনিবার (২০ মে) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃত্তিপ্রস্তর শেষে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত ও জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

এ সময় পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ গুলির অর্থায়নে মিনি স্টেডিয়ামের গ্যালারি নির্মাণ, সড়কের উন্নয়ন কাজ, পানি সরবরাহ প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউটসহ ৩১ কোটি টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

আয়োজনটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসিন আরাফাত, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড