• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবু রাশেদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোতোষ দাশ

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

১৯ মে ২০২৩, ১৪:৪৫
বাঁশখালীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবু রাশেদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোতোষ দাশ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে চট্টগ্রামের বাঁশখালীতে মাদরাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জলদী হোসাইনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ আবু রাশেদ মোহাম্মদ মোজ্জাম্মেল। এছাড়া মাধ্যমিক ক্যাটাগরিতে কর্মগুণে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ।

উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আবু রাশেদ মোহাম্মদ মোজ্জাম্মেল ১৯৯৪ সালের ১৩ আগস্ট বাজালিয়া হেদায়াতুল ইসলাম ফাজিল মাদরাসায় প্রথম শিক্ষকতা শুরু করেন। ২০১২ সালের ৫ মে জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ, পরে ২০১৩ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানে সফলতার সাথে পূর্ণ অধ্যক্ষের দায়িত্বে আছেন। তিনি দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন।

তিনি ২০১৮ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোতোষ দাশ ১৯৯০ সালের ১ নভেম্বর বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। পরে ২০১০ সালের ২০ জুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে সর্বশেষ ২০১৫ সালের ১৩ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কর্মগুণে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৩ ইভেন্টে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩ জন শিক্ষার্থী শ্রেষ্ঠত্ব অর্জন করে।

বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় এক বছরের এ সময়টুকুতে যে দায়িত্ব পালন করেছেন তার ওপরই মূল্যায়ন করে মাদরাসা ক্যাটাগরিতে অধ্যক্ষ আবু রাশেদ মোহাম্মদ মোজ্জাম্মেল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও মনোতোষ দাশ স্কুল ক্যাটাগরিতে (মাধ্যমিক) সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হন। আশা করছি এ অর্জনে তাঁরা অর্পিত দায়িত্বে সরকারের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আরও বাড়াবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড