• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমি নিয়ে দ্বন্দ্ব

গর্ত খুঁড়ে তিনটি পাকা ঘরের দেয়াল ভাঙার অভিযোগ

  সুমন খান, লালমনিরহাট

১৯ মে ২০২৩, ১৪:১১
গর্ত খুঁড়ে তিনটি পাকা ঘরের দেয়াল ভাঙার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘড়ের পিছনে ড্রেন করায় প্রতিবেশীর তিনটি পাকা ঘরের ওয়ালা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার (১৭ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের মণ্ডপ এলাকায় এই ভাঙনের ঘটনা ঘটে। তিনটি রুমের দেয়াল ভেঙে যাওয়ায় এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের মণ্ডপ গ্রামের বাসিন্দা আরব আলী বাদী হয়ে প্রতিবেশী আব্দুল খলিলকে প্রধান আসামি করে আরও ১৫ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই উপজেলার মণ্ডপ এলাকার আব্দুল খলিল ও তার তিন ভাইয়ের সাথে প্রতিবেশী আরব আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে কয়েকবার ওই জমি সংক্রান্ত বিরোধটি স্থানীয়ভাবে বসে মীমাংসা হয়।

এ দিকে ওই জমির বিরোধকে কেন্দ্র করে ভুক্তভোগী আরব আলীর তিনটি বসত ঘরের পাকা দেয়ালের পাশে গর্ত খুঁড়ে রাখে অভিযুক্তরা। এমতাবস্থায় গত বুধবার রাত ২টার দিকে বৃষ্টি শুরু হলে অভিযুক্তদের খোঁড়া গর্তে ভুক্তভোগী আরব আলীর ঘরের পাকা দেয়াল ধ্বসে পড়ে।

অভিযোগে আরও বলা হয়, ওইদিন রাতে ভেঙে পড়া পাকা দেয়াল দেখতে গেলে খলিলসহ তার লোকজন আরব আলীর ওপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী এছমোতারা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করেন অভিযুক্তরা। আর রাতের এই সুযোগকে কাজে লাগিয়ে আরব আলীর বাড়িতে লুটপাট চালায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী আরব আলী বলেন, দীর্ঘদিন থেকে খলিল ও তার ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। তাঁরা আমাকে ক্ষতিগ্রস্ত করতে আমার বসত ঘরের পাকা দেয়ালের পাশে গর্ত খুঁড়ে রাখে। বৃষ্টি কারণে সেই গর্তে তিনটি ঘরের দেয়াল ধসে পড়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত আব্দুল খলিল বলেন, বাড়ি ঘরের পানি নিষ্কাশনের জন্য আমার জমিতে আমি ড্রেন তৈরি করেছি। সেই ড্রেনে কারো ঘর ভেঙে পড়লে আমার'তো কিছু করার নেই। তাঁরা আমার জমির ওপর জোর করে ঘর তুলেছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেয়াল ভাঙার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড