• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক দুর্ঘটনায় আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন নেতার মৃত্যু 

  মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

১৮ মে ২০২৩, ১৩:০৬
সড়ক দুর্ঘটনায় আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন নেতার মৃত্যু 
নিহত আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম রতন (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রতন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৭ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে ঘটনাটি ঘটে।

নিহত রফিকুল ইসলাম রতন আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশ দিয়ে রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি ট্রাক এসে রতনকে মেরে দ্রুত পালিয়ে যান। পরে উপস্থিত থাকা জনতা আহত অবস্থায় চিটাগাং রোডস্থ সুগন্ধা হসপিটালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেছেন, সড়ক দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি নিহত ব্যক্তি সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে মেরে চলে যান। সড়ক ফাঁকা থাকায় ঘাতক গাড়ি চালক দ্রুত গতিতে পালিয়ে গিয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড