• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই আসামি গ্রেফতার

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

১৭ মে ২০২৩, ১৭:১৪
চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার কাহালু উপজেলার দূর্গাপুর গ্রামের মকসেদ আলীর ছেলে খোকন (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসমান বাবু (৪০)।

আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, গত রবিবার (১৪ মে) দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে একটি মোটরসাইকেল রেখে ওই অফিসের ভিতরে কাজ করতে যান আবুল কালাম আজাদ। এরপর বাহিরে এসে দেখতে পান সেখানে মোটরসাইকেলটি নেই। কে বা কাহারা চুরির উদ্দেশ্যে নিয়ে যান। পরে ওইদিন রাতে নিকটবর্তী থানায় আবুল কালাম আজাদের শ্বশুর আব্দুল গফুর বাদী হয়ে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের এক পর্যায়ে মঙ্গলবার রাতে কাহালু উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে চোর চক্রের সদস্য খোকনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া অনুসারে জয়পুরহাট জেলার পাঁচবিবি কয়া গ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের আরেক সদস্য আসমান বাবুকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড