শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চৌকি তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৬টার সময় বাঁশখালী পৌরসভাস্থ বাঁশখালী থানার দক্ষিণ পাশে কালীবাড়ি সড়কের মুখে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতারকৃত আসামিরা হলেন- চট্টগ্রাম ইপিজেড থানাধিন দক্ষিণ পতেঙ্গা নারিকেল তলার মৃত আলতাফ আলীর পুত্র মো. ফারুক (৩৬), টেকনাফ থানাধিন হাতিয়ার ঘোনা এলাকার মৃত বশরের পুত্র আব্দুর রহিম (৪২)।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদে খবর পেয়ে থানা পুলিশের একটি আভিযানিক টিম চৌকি তল্লাশি চালিয়ে ইয়াবা পাচারকালে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড