• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

  রিপন দাস, পটুয়াখালী

১৫ মে ২০২৩, ১৭:২০
‘সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন। পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পুরান বাজারে গত ৩ মে সন্ধ্যা ৬টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিঃস্ব ও অসহায় ২২ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়ার সময় একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ পরিবার জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আজ সোমবার (১৫ মে) দুপুর ১২টায় তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডের সন্নিকটে টাউন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ নগদ অর্থ প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ সভাপতি কাজী রুহুল আমিন, সহ সভাপতি কুদ্দুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম শিকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা, সদস্য অ্যাড. রাধা কিশোর সদাই, অভিলাষ কর্মকার, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী আলী হোসেন, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সরদার সোহরাব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুঁইয়া), জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ মোঃ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনুর হক, সাধারণ সম্পাদক অ্যাড. রিফাত হাসান সজীব, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. ফরিদ উদ্দিন এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট এক লক্ষ ১০ হাজার টাকা প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড