• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘প্রিয় সন্তানদের দিকে তাকিয়ে আশ্রয়কেন্দ্রে আসুন’

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

১৫ মে ২০২৩, ১১:২৪
‘প্রিয় সন্তানদের দিকে তাকিয়ে আশ্রয়কেন্দ্রে আসুন’

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদে আসতে ইউএনও মাইকিং করেছে। গতকাল রবিবার (১৪ মে) বিকাল ৩টায় কাপ্তাই ৪নং ইউনিয়নের পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্র আসার অনুরোধ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

তিনি ঘূর্ণিঝড় ‘মোখার’ আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে আসার অনুরোধ জানান। ইউএনও বলেছেন, আপনার প্রিয় সন্তানদের দিকে তাকি আপনারা আশ্রয়কেন্দ্রে যান। আমরা সব ধরনের ব্যবস্থা নিব।

পরে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহীনুর রহমান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘মোখা’ ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলার ৫টি ইউনিয়নে ১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড