• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক জমি দখল, প্রশাসন নিশ্চুপ

  আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

১৪ মে ২০২৩, ১৬:০২
১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক জমি দখল, প্রশাসন নিশ্চুপ

কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য ও ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক অন্যের জমি দখল ও খনন করেছেন মো. হাবিবুল্লাহ নামে প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি প্রশাসনকে অবগত করার পরও তারা রয়েছেন নিশ্চুপ রয়েছেন বলে জমির মালিক মো. আব্দুল্লাহর অভিযোগ।

ফলে নিজের জমি দখল নিতে ভীত সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মো. আব্দুল্লাহ নামে ওই হোমিও চিকিৎসক। ঘটনাটি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর গ্রামে ঘটেছে।

দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ তার অভিযোগে উল্লেখ করেছেন, পার্শ্ববর্তী কিশোরীনগর গ্রামের বিলকালুয়া মৌজার আরএস ১০৬৮ খতিয়ানের ২০৮৪ দাগের পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন।

পারিবারিক প্রয়োজনে জমিটি বিক্রয় করতে গেলে ছোট ভাই মো. হাবিবুল্লাহ তাতে বাঁধা প্রদান করে। পরে মো. হাবিবুল্লাহকে ন্যায্য মূল্য দিয়ে জমিটি ক্রয় করতে বললে তাতেও সে অস্বীকৃতি জানিয়ে পুকুরসহ জমিটি জোরপূর্বক দখল করে নেয়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর থানা পুলিশকে লিখিতভাবে অবগত করা হলে দৌলতপুর থানা পুলিশ বিষয়টি নিরসনের জন্য উভয়পক্ষকে থানায় ডাকেন। কিন্তু দৌলতপুর থানা পুলিশের নির্দেশ অমান্য করে মো. হাবিবুল্লাহ দৌলতপুর থানায় উপস্থিত না হয়ে স্বেচ্ছাচারীভাবে মো. আব্দুল্লাহর নিজ নামীয় দখল করা জমিতে লাগানো গাছ ও পুকুরপাড়ের মাটি কেটে ভরাট করেন।

এ ঘটনায় মো. আব্দুল্লাহ নিরুপায় হয়ে নিজ জমিতে ১৪৪ ধারা জারির জন্য গত ১৬ এপ্রিল আদালতের শরণাপন্ন হোন। আদালত মামলা নং দৌলতপুর মিস ৩৩৮/২০২৩, আদেশের ক্রমিক নং ১ এবং অঃ জেঃ ম্যাঃ আঃ/৭৭৯ স্মারকের ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারার জন্য আদালতের বিচারক দ্বিতীয় পক্ষ অর্থাৎ জমি দখলকারী মো. হাবিবুল্লাহকে ১০ মে কারণ দর্শানো নোটিশের জবাব ও জমি দখলের কাগজপত্রসহ আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেন। একই সাথে নালিশি জমিতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে সেজন্য দৌলতপুর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এমন নির্দেশনার পরও মো. হাবিবুল্লাহ ওই জমিতে গিয়ে গাছ কর্তন ও পুকুরের পাড় কেটে তা আত্মসাৎ করলেও দৌলতপুর থানা পুলিশ কোনো ব্যবস্থা নেননি বলে মো. আব্দুল্লাহ অভিযোগে উল্লেখ করেন।

এ দিকে গত ১০ মে আদালতে উভয়পক্ষ হাজির হলে দ্বিতীয় পক্ষ অর্থাৎ জমি দখলকারী মো. হাবিবুল্লাহ তার পক্ষে কোনো কাগজপত্র দাখিল করতে না পারায় আদালতের বিচারক নালিশি ওই জমিতে ১৪৪ ধারা বলবত বা জারির নির্দেশ দেন। এমন নির্দেশনার পরদিন ১১ মে থেকে গতকাল রবিবার পর্যন্ত প্রতিদিনই স্থানীয় প্রভাবশালী ও জঙ্গি মতাদর্শে বিশ্বাসী মো. হাবিবুল্লাহ আদালতের ১৪৪ ধারা জারি করা ওই জমির পুকুর পাড় কেটে ও ভরাট করে ফসল চাষে লিপ্ত রয়েছেন।

ফলে আদালতের শরণাপন্ন হওয়ার পরও এমন ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে পড়েছেন জমির মালিক মো. আব্দুল্লাহ। ১৪৪ ধারা ভঙ্গের বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানোর পরও মো. হাবিবুল্লার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে মো. আব্দুল্লাহর অভিযোগ।

তবে এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড