• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকাতের হামলায় ঝরল ব্যবসায়ীর প্রাণ

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

১৪ মে ২০২৩, ১৩:৫৭
ডাকাতের হামলায় ঝরল ব্যবসায়ীর প্রাণ
উদ্ধারকৃত মরদেহ (ছবি : অধিকার)

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতের কবলে পড়ে সজীব মিয়া নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৩ মে) রাত ৯টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ ইউনিয়নের বিসিক শিল্প নগরীর সামনে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত সজীব নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মো. গোলাপ মাষ্টারের ছেলে বলে জানা গেছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের স্বজনদের দাবি, শনিবার রাত ৯টার দিকে শহরের জগন্নাথপুর থেকে মোটরসাইকেল যোগে কুলিয়ারচরে যাওয়ার সময় কালিকাপ্রসাদ এলাকার বিসিক শিল্প নগরীর কাছে পৌছলে আগ থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা নিহত সজীবের গলায় রশি পেচিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে নীচে ফেলে দেয়।

এ সময় ডাকাতরা তাকে গলায় রশি দিয়ে পেচিঁয়ে শ্বাসরোদ্ধ করে হত্যা করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এটা পূর্বপরিকল্পিত হত্যা কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। খবর পেয়ে ভৈরব থানা ও হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আজরাফ মাহদী জানান, রাত ১০টায় পুলিশ সজিব নামে একজনকে নিয়ে এলে ইসিজি পরীক্ষা করে দেখতে পাই সে মারা গেছে। তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা কি-না জানা যাবে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড